পল্লবী আফতাব উদ্দিন মাদরাসা

নারী-পুরুষের মাহরাম ও মাহরামার তালিকা

নারীদের মাহরাম তথা যাদের সাথে দেখা করা জায়েয
১. বাপ : তথা আপন পিতা, সৎ পিতা এবং দুধ পিতা। তবে উকিল পিতা, ধর্মীয় পিতা এবং পালক পিতা ইত্যাদি পিতা মাহরামের অন্তর্ভূক্ত নয়।

২. দাদা : তথা আপন দাদা, তার আপন ভাই, সৎ ভাই, মা শরীক ভাই ও তাদের উর্ধ্বতনক্রমানু পুরুষগণ।

৩. নানা: আপন নানা, তার আপন ভাই, সৎ ভাই, মা শরীক ভাই ও তাদের উর্ধ্বতনক্রমান পুরুষগণ। তেমনিভাবে মায়ের আপন মামা মাহরাম।

৪. ভাই : তথা- আপন ভাই(একই মা ও বাবার সন্তান), মা শরীক ভাই বা বাপ শরীক ভাই, দুধ ভাই। তবে সৎ মায়ের গর্ভে প্রাক্তন স্বামীর ছেলে মাহরাম নয়। তেমনিভাবে চাচাতো, খালাতো, মামাতো, ফুফাতো, দুলাভাই ও দেবর-ভাসুর মাহরাম নয়।

৫. শ্বশুর: তথা- আপন শ্বশুর, দুধ শশুর। তবে সৎ শ্বশুর বা শাশুড়ির প্রাক্তন স্বামী মাহরাম নয়। তেমনি চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালু শ্বশুর ও ফুফা শ্বশুর মাহরাম নয়।

৬. ছেলে : তথা- আপন ছেলে, দুধ ছেলে ও সৎ ছেলে (স্বামীর অন্য স্ত্রীর গর্ভজাতপুত্র)। তবে ধর্মীয় ছেলে বা পালক ছেলে মাহরাম নয়।

৭. চাচা : তথা- আপন চাচা, সৎ চাচা, দুধ চাচা অর্থাৎ আপন পিতার দুধ ভাই বা দুধ পিতার আপন ভাই, দুধ পিতার সৎ ভাই বা দুধ ভাই। তেমনিভাবে পিতা, দাদা এবং নানার চাচারাও মাহরাম।

৮. ভাতিজা: তথা- আপন ভাইয়ের ছেলে, সৎ ভাইয়ের ছেলে, মা শরীক ভাইয়ের ছেলে এবং দুধ ভাইয়ের ছেলে বা আপন ভাইয়ের দুধ ছেলে।

৯. ভাগিনা : তথা- আপন বোনের ছেলে, সৎ বোনের ছেলে, মা শরীক বোনের ছেলে এবং দুধ বোনের ছেলে বা আপন বোনের দুধ ছেলে এভাবে যত নিচে যাক।

১০. মামা : তথা- আপন মামা, সৎ মামা, মা শরীক মামা এবং দুধ মামা অর্থাৎ, নিজের মায়ের দুধ ভাই, দুধ মায়ের আপন ভাই, দুধ মায়ের সৎ ভাই, মা শরীক ভাই ও দুধ ভাই। তেমনিভাবে মা, দাদি ও নানির মামারাও মাহরাম। তবে ফুফা ও খালু মাহরাম নয়।

১১. জামাই: তথা- আপন মেয়ের স্বামী ও দুধ মেয়ের স্বামী। তেমনিভাবে আপন মেয়ের মেয়ের স্বামী এবং দুধ মেয়ের মেয়ের স্বামী এভাবে যত নিচের দিকে যাক সবই মাহরাম। তবে সৎ মেয়ের স্বামী মাহরাম নয়।

১২. নাতি : তথা- আপন ছেলের ছেলে, সৎ ছেলের ছেলে, দুধ ছেলের ছেলে, আপন মেয়ের ছেলে, সৎ মেয়ের ছেলে, দুধ মেয়ের ছেলে, আপন ভাইয়ের ছেলের ছেলে, সৎ ভাইয়ের ছেলের ছেলে, দুধ ভাইয়ের ছেলের ছেলে, মা শরীক ভাইয়ের ছেলের ছেলে, আপন ভাইয়ের মেয়ের ছেলে, সৎ ভাইয়ের মেয়ের ছেলে, দুধ ভাইয়ের মেয়ের ছেলে, মা শরীক ভাইয়ের মেয়ের ছেলে, আপন বোনের ছেলের ছেলে, সৎ বোনের ছেলের ছেলে, দুধ বোনের ছেলের ছেলে, মা শরীক বোনের ছেলের ছেলে, আপন বোনের মেয়ের ছেলে, সৎ বোনের মেয়ের ছেলে, দুধ বোনের মেয়ের ছেলে এবং মা শরীক বোনের মেয়ের ছেলে ও তাদের অধঃস্তন পুরুষরাও মাহরাম।

১৩. দাদা শ্বশুর : তথা- আপন দাদা শ্বশুর, দুধ দাদা শ্বশুর। তবে সৎ দাদা শ্বশুর মাহরাম নয়।

১৪. নানা শ্বশুর : তথা- আপন নানা শ্বশুর, দুধ নানা শ্বশুর। তবে সৎ নানা শ্বশুর মাহরাম নয়।

বি:দ্র: উপরোক্ত পুরুষগণ ছাড়া কোনো মহিলার জন্য অন্য কোনো পুরুষের সাথে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ হারাম। তবে অপ্রাপ্ত বয়স্ক বালক যার মাঝে এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি বা যাকে দেখলে যৌন আকর্ষণ সৃষ্টি হয় না, এমন বালকের সাথে পর্দা করা ফরয নয়।


পুরুষের মাহরামা তথা যাদেরকে দেখা জায়েয

১. মা: তথা আপন মা, সৎ মা ও দুধ মা। তবে ধর্মের মা, পালক মা, মামী ও চাচি আম্মা মাহরামের অন্তর্ভুক্ত নয়।

২. দাদি: আপন দাদি এবং তার মা এভাবে যত উপরে যাক, সৎ দাদি, দুধ দাদি। আপন দাদি ও দুধ দাদির আপন বোন, দুধ বোন, সৎ বোন ও মা-শরীক বোন।

৩. নানী: তথা- আপন নানি এবং তার মা এভাবে যত উপরে যাক, সৎ নানি ও দুধ নানি। আপন নানি ও দুধ নানির আপন বোন, দুধ বোন, সৎ বোন ও মা শরীক বোন।

৪. বোন: তথা আপন বোন, দুধ বোন, সৎ বোন, মা-শরীক বোন, দুধ মায়ের আপন ও সৎ মেয়ে।

৫. মেয়ে: তথা আপন মেয়ে, দুধ মেয়ে, সৎ মেয়ে অর্থাৎ- নিজের সহবাসপ্রাপ্ত স্ত্রীর পূর্ববর্তী ও পরবর্তী ঔরসজাত মেয়ে, ছেলের মেয়ে, মেয়ের মেয়ে এবং তাদের গর্ভজাত যেকোনো কন্যা সন্তান ও ছেলে সন্তানদের স্ত্রী।

৬. স্ত্রীর মা: তথা- আপন শ্বাশুড়ি, দুধ শাশুড়ি এভাবে যত উপরে যাক। সৎ শ্বাশুড়ি মাহরামের অন্তর্ভুক্ত নয়।

৭. ফুফু : তথা আপন ফুফু, সৎ ফুফু, দুধ ফুফু। তেমনিভাবে নিজের পিতা-মাতার ফুফু, দাদা-দাদির ফুফু ও নানা-নানীর ফুফু যত উপরে যাক।

৮. খালা: তথা আপন খালা, সৎ খালা, দুধ খালা। তেমনিভাবে নিজের পিতা-মাতার খালা, দাদা-দাদির খালা ও নানা-নানীর খালা যত উপরে যাক।

৯. ভাতিজি: তথা- আপন ভাইয়ের মেয়ে, সৎ ভাইয়ের মেয়ে, মা-শরীক ভাইয়ের মেয়ে ও দুধ ভাইয়ের মেয়ে বা আপন ভাইয়ের দুধ মেয়ে যত নিচে যাক।

১০. ভাগিনি: তথা- আপন বোনের মেয়ে, সৎ বোনের মেয়ে, মা-শরীক বোনের মেয়ে, দুধ বোনের মেয়ে বা আপন বোনের দুধ মেয়ে যত নিচে যাক।

১১. পুত্রবধূ: তথা- আপন ছেলের স্ত্রী, দুধ ছেলের স্ত্রী। আপন ছেলে বা দুধ ছেলের পুত্রের স্ত্রী এভাবে যত নিচে যাক।

১২. নাতিন: তথা- আপন ছেলের মেয়ে ও আপন মেয়ের মেয়ে, দুধ ছেলের মেয়ে ও দুধ মেয়ের মেয়ে, মা-শরীক ছেলের মেয়ে ও মা-শরীক মেয়ের মেয়ে। আপন ভাই ও সৎ ভাইয়ের ছেলের মেয়ে, আপন ভাই ও সৎ ভাইয়ের মেয়ের মেয়ে, আপন বোন ও সৎ বোনের ছেলের মেয়ে, আপন বোন ও সৎ বোনের মেয়ের মেয়ে, দুধ ভাই ও দুধ বোনের ছেলের মেয়ে, দুধ ভাই ও দুধ বোনের মেয়ের মেয়ে।

১৩. দাদি শাশুড়ি: তথা- আপন দাদী শ্বাশুড়ি ও দুধ দাদি শ্বাশুড়ি এভাবে যত উপরে যাক।

১৪. নানি শাশুড়ি: তথা- আপন নানি শাশুড়ি, দুধ নানি শ্বাশুড়ি এভাবে যত উপরে যাক।

বি:দ্র: উপরোক্ত নারীগণ ছাড়া কোনো পুরুষের জন্য অন্য কোনো নারীর সাথে দেখা-সাক্ষাৎ সম্পূর্ণ হারাম। তবে অপ্রাপ্তা বয়স্কা বালিকা যার মাঝে এখনো যৌন আকর্ষণ সৃষ্টি হয়নি বা যাকে দেখলে যৌন আকর্ষণ সৃষ্টি হয় না, এমন বালিকার পর্দা করা ফরয নয়।

Scroll to Top