এই শু‘বার বৈশিষ্টসমূহ:
১. প্রথম তিন মাস যত্ন সহকারে উর্দূ ও আরবী ফাতাওয়ার কিতাবসমূহ মুতালাআ(অধ্যায়ন) নিশ্চিত করা।
২. মুশরিফ কর্তৃক নির্ধারিত কাশকুলের মা্ধ্যমে তা মুহাসাবা করা।
৩. প্রতিদিন বা একদিন পরপর মৌখিক পরিক্ষার মাধ্যমে মুতালাআর পরিমাণ নির্ধারন করা।
৪. তিন মাস পর ইস্তেফতা ও তামরীনের মাধ্যমে ফাতাওয়া প্রদানে অভ্যস্থ করা।
৫. নির্ধারিত কিতাবের দারস প্রদানের পাশাপাশি প্রতিদিন বিষয়ভিত্তিক মুহাদারার ব্যবস্থা এবং সাপ্তাহিক সেমিনারের ব্যবস্থাও রয়েছে।
৬. সর্বাক্ষণিক মুশরিফের তত্ত্বা্ধানে ফাকাহাত তৈরা করা।
৭. সর্বোচ্চ ফাতাওয়ার তামরীন লেখককে সম্মাননা স্মারক প্রদান করা।
৮. ২০২৪ সনে দু’জন ছাত্র সবোচ্চ ২১০ ও ২১২ টি তামরীন লেখেছে।
৯. বছর শেষে কমপক্ষে ১০০ পৃষ্ঠার একটি করে মাকালা(থিসিস) ছাত্ররা স্বহস্তে তৈরি করে তার এক কপি নিজের কাছে আরেক কপি মাদরাসায় প্রদান করার ব্যবস্থা করা।
১০. তাখাসসুস ফিল ফিকহের সনদসহ সত্যায়নপত্র প্রদান করা।